Pages

Wednesday, September 26, 2012

Mostapha Game 20 gun Version ```` মোস্তফা গেম ২০ গান ভার্সন ।

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ......... 



ছোটবেলায় মোস্তফা (Cadillacs and Dinosaurs) নামের গেমটি প্রায় সবাই খেলেছি ।
খেলেননি এমন কাউকে পাওয়া দায়। গেমটির নাম শুনলে অনেকেই নস্টালজিক হয়ে গড়েন। অনেকের পিসিতে আজো শোভা পায় গেমটি। তবে অনেকেই একটা পার্থক্য অনুভব করেন পিসিতে খেলতে গিয়ে। গেমের দোকানগুলোর 20 গান, প্লেয়ার চেন্জ সুবিধা, ঝিলিকসহ অনেক সুবিধাই পাওয়া যায়না।
অনেকেই নেটে খোজা খুজি করেন 20 গান ভার্সনটি পেতে। তবে  Cadillacs and Dinosaurs 98 Turbo ভার্সনটি বাণিজ্যিক হওয়ায় কোথাও সহজে পওয়া যায় না। তাই আমি শেয়ার করলাম ২০ গান ভার্সন এর মোস্তফা গেম । মেতে উঠুন পুরোনো স্মৃতির সাথে মোস্তফা গেমের আনন্দে। হ্যাপি গেমিং।

ডাউনলোডঃ মিডিয়াফায়ার লিংক 6.82 MB ফুল ভার্সন ইমুলেটরসহ ডাউনলোড করুন এখানে